Posts

জীবন

কত বৈচিত্র্যময় এই জীবন এক এক সময় সব দারুণ অসহ‍্য হয়ে যায় তবু নিরুপায় হয়ে ভালো মানুষ সব ধৈর্য্য ধরে সহ‍্য করে। হে পঁরমেশ্বর আপনি যদি এত দয়ালু তবে নিদারুন যন্ত্রণাময় এই বিশ্ব কেন রচনা করলেন?? ভালো জায়গা দেবেন বলে পরীক্ষা করতে পাঠালেন?? আমার মনে হয় তাই। এমন ও মানুষ আছেন। 45 বছরের জীবনে 37 বছর অত‍্যান্ত অত‍্যাচার, অর্থাভাব,শারীরিক নিগ্রহ, রোগভোগ. অপমান, ভয়, উৎকণ্ঠা, ঋণের বোঝা, বেইমানি, বিষের জ্বালা, ধৈর্যের কস্ট, বউ, আত্মীয়, ছেলে,বাপ বেইমান, সামান্য সম্পত্তি র জন‍্য আত্মীয় শিকড় খাইয়ে পাগল করা। যাকে মৃত্যুর হাত থেকে বাঁচালো। সেই জনক অত‍্যাচার করে গেলো জীবনদাতাকে। দেখতে গিয়ে বিয়ে। বশ করে ।বাচ্ছা নস্ট করা বয়সে বড় মেয়েকে ভালো ছেলের গলায় ঝুলিয়ে দেওয়া। 31 বছর রেগুলার দুটো করে এ‍্যালোপাথি ট‍্যাবলেট। আরও আছে। এমন মানুষ আর কতো সহ‍্য করবে???? এও বোকা টাকা জমাতে পারেনে। অন্য জায়গায় চলে যেতে পারত। ছেলের মায়ায় রইলো। ছেলে এক নং আত্মসুখি কুড়ে Good for nothing. বাবার, সংসারের কোন উপকারে নেই। তোমরা আশীর্বাদ করো ও যেন অনেক টাকা পেয়ে এই নরকের থেকে নোংরা সংসার থেকে খুব শীঘ্র চলে যেতে পারে।

জীবন কাহিনী

  🙏ছোটবেলা থেকে একজনকে দেখছি। আজ তার 49+ বয়স। ভারতের পবঙ্গ রাজ‍্যের হুগলী জেলার অখ‍্যাত গ্রামে জন্ম। আসল নাম বলছি না তার পরিবারের স্বার্থে। যখন মাত্র 6বছর বয়স তার কাকা পিসীরা  হিংসা  ও সম্পত্তি র লোভে। তার ঠাকুমাকে কান ভাংচি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন। তখন তার ভাইয়ের বয়স 1বছর। 1978 সাল বন‍্যার বছর। পিতা সামান‍্য বেতনেভোগী সরকারি চাকুরে। মাঁ অসীম সহ‍্যশীলা। পিতা বদরাগী। এ বড় ছেলে সরল বোকা ভিতু। সহ‍্যশক্তি মার মতো। সঙ্গ দোষে বঙ্গ নস্ট। কি ভালোমনদো বোঝে না। তার নাম দিচ্ছি অনি। ভাই বনি মাঁ রাধারানী আর বাবা ব‍্যোম। একটা ভাড়ার ঘর। চার প্রানী। অনি6 বছর বয়স থেকে হেঁটে 4কিমি রোজ স্কুল যেত আসত। পুরোন বাড়িতে গেলে পিসি ঠাকুমারা অকথ‍্য অত‍্যাচার করত। অনি চুপচাপ সহ‍্য করত। দাদু খুব ভালোবাসত। খিদে পেত বলে স্কুল থেকে পুরোন বাড়িতে যেত। আর অত অল্প বয়সে দির্ঘপথ হেঁটে খিদে পেয়ে যেত। খুব অপমান করত। অনি দুটো পেটে খেত বলে। ঠাকুমার সংসার এর ও অনেক কাজ ও করত। ওরা বলত তোর মাঁ বাবা পড়াশুনা না করলে। আমাদের দোষ দেবে। আর অনির ভাড়া বাড়ি র পাড়ার পরিবেশ। বদরাগী বাপকে ভালো লাগতো না। ঠাকুমার বাড়িতে খাবার খুব স্বাদিস্ট হ